ঢাকাসোমবার , ২৯ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত স্প্রে প্রয়োগে কৃষকের রোপা আমন ধানের বীজ ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দৈনিক গণবার্তা
জুন ২৯, ২০২০ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল করিম , পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতের আধারে অসহায় কৃষকের রোপা আমন ধানের বীজ ক্ষেত বিষাক্ত স্প্রে করে পুড়ে ফেলেছেন প্রতিপক্ষরা। সেই সাথে সেচ মেশিন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে।
গত ২৭ জুন রাতের আধারে বর্থপালিগাঁও নামক জায়গায় ৩৪ কাটারী ভোগ জাতের ৭-৮ বিঘা জমির ধানের বীজ ক্ষেত নষ্ট করে দুর্বৃত্তরা। এ বিষয়ে অজ্ঞাত ১০ হতে ১২জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বথপালিগাঁও গ্রামের ধোনিবুল্লাহ নামে সেই ক্ষতিগ্রস্থ কৃষক। এ ব্যাপারে কৃষক ধোনিবুল্লাহ বলন, আমার ধানের বীজের ক্ষেত ও আমার সেচ মেশিন যারা নষ্ট করেছে তাদের আমি বিচার চাই। এ বিষয় মুঠোফোনে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।