আজ, Thursday


৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে উইকেটের দেখা পেল রিশাদ, স্কোর ৮১/৫

রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
অবশেষে উইকেটের দেখা পেল রিশাদ, স্কোর ৮১/৫
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: নিজের প্রথম ওভারে এলোমেলো বোলিং করলেন রিশাদ হোসেন। দিলেন ১৬ রান। এর মধ্যে ওয়াইডেই এল ৬ রান। তবে দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পেলেন তিনি। ফেরালেন আজমতউল্লাহ ওমরজাইকে। বলটা একটু দূরে করেছিলেন রিশাদ, টার্নও পেয়েছেন। ওমরজাই ছক্কা মারার ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু বল ব্যালের কিনারায় লেগে গেল নুরুল হাসানের হাতে।

আফগানিস্তানকে জুটি গড়তে দিচ্ছে না বাংলাদেশ। তিন উইকেট হারানো পর বড় ইনিংস খেলার আভাস দিয়েছেন শুধু সেদিকউল্লাহ আতাল। তবে তাকেও বেশি দূর এগোতে দিলেন না সাইফউদ্দিন। তার শর্ট বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন তানজিদ হাসানের হাতে।পাওয়ার প্লেতেই আফগানদের ব্যাক ফুটে রেখেছে বাংলাদেশ। শরিফুল, নাসুমের পর ষষ্ঠ ওভারের শেষ বলে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়েছেন তারাখিল। তাতে ৬ ওভারে ৩৯ রানে পতন হয়েছে ষষ্ঠ উইকেটের। তারাখিল সাইফউদ্দিনের ফুলটস বলে বোল্ড হয়েছেন ১১ রানে। তার ১৩ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। একাদশে নেই মোস্তাফিজুর রহমান। তার জায়গায় এসেছেন তানজিম হাসান সাকিব। আফগানদের দলেও পরিবর্তন একটি। নূর আহমেদ খেলছেন না, তার জায়গায় অভিষেক হচ্ছে বশির আহমেদের বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব উর রহমান, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com