মো. ইউছুপ মজুমদার : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ১৮আগষ্ট, রোজ সোমবার লামা উপজেলা প্রশাসনের হলরুমে পালিত ছয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ । এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ এর সভাপতিত্বে উপজেলা তথ্য অফিসার রাশেদুল হকের উপস্থানায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সরকারী মাতামুহুরী কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি,র সদস্য ও সাবেক সভাপতি আব্দুর রোব, উপজেলা জামায়াতের আমির কাজি মোহাম্মদ ইব্রাহিম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী প্রমুখ।
মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য কয়েকজন মৎস্যজীবী কে এ অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Posted ৬:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta