নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এনপলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনপলিমার কন্সট্রাকশন লিমিটেড এবং দেশীয় আমদানিকারক প্রতিষ্ঠান এসআরএস করপোরেশন যৌথভাবে চীনের বিখ্যাত দাফু পাম্প অ্যান্ড মটর পণ্যের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ পণ্যের মোড়ক উন্মোচন করা হয়।দাফু গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি এসআরএস করপোরেশনের কর্ণধার প্রতাপ সমাদ্দার বলেন, দাফু গ্রুপ প্রায় চার দশকেরও অভিজ্ঞতা নিয়ে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় পাম্প ও মোটর প্রস্তুতকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশে দাফু পাম্প অ্যান্ড মটরের দক্ষ টেকনিক্যাল সার্ভিস টিম থাকায় গ্রাহকদের উন্নতমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা সম্ভব।বিশেষ অতিথি দাফু গ্রুপের পরিচালক টিম বলেন, দাফু ব্রান্ডের পণ্যের পরিসর অত্যন্ত সমৃদ্ধ, যা সারফেস পাম্প, সাবমার্সিবল পাম্প, সেন্ট্রিফুগাল পাম্প, সোলার ওয়াটার পাম্পসহ বিভিন্ন ধরনের পাম্প ও মোটর অন্তর্ভুক্ত করে। আমরা আইএসও ৯০০১, সিই, জিএস, ইএমসি সার্টিফায়েড মান নিশ্চিত করি এবং কাস্টমাইজড সলিউশন, উন্নত বিক্রয়োত্তর সেবা ও পেশাদার টেকনিক্যাল কনসালটিং প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এনপলি গ্রুপের সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানের পাম্প ও মোটর পৌঁছে দেবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এনপলি গ্রুপের কর্ণধার রিয়াদ মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য দেশের পানি সরবরাহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা। দাফু পাম্প অ্যান্ড মটর ব্র্যান্ডকে একটি পূর্ণাঙ্গ পানির সমাধান প্যাকেজে রূপান্তরিত করে আমরা শিল্প ও কৃষি উভয় ক্ষেত্রেই উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখতে চাই। এনপলি গ্রুপের চীফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার লোকমান হাকিম বলেন, দাফু পাম্প অ্যান্ড মটর পণ্য বিতরণের মাধ্যমে এনপলি গ্রুপ এখন থেকে শুধু পাইপ, ট্যাংক ও ডোর নয়, বরং পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হবে। নতুন এই পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে আমাদের প্রায় ৪ হাজার পরিবেশক, ২৫ হাজার রিটেইলার এবং ৮৫০ জনের দক্ষ বিক্রয়কর্মীদল সক্রিয়ভাবে কাজ করবে অনুষ্ঠানে এনপলি গ্রুপের বিক্রয় বিভাগের প্রধান শেখর সাহা, মার্কেটিং বিভাগের প্রধান রকিব আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশকরা ছিলেন।
Posted ৫:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta