গণবার্তা রিপোর্টার : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. ওমর ফারুক খান নিয়োগ পেয়েছেন। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক তার নিয়োগে আনুষ্ঠানিক অনাপত্তি দেয়।ব্যাংকটির সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় চলতি বছরের মে মাসে তাকে অপসারণ করা হয়। এরপর থেকেই এমডির চলতি দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুক খান।
জানা গেছে, গত ১০ জুলাই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে নিয়মিত এমডি হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আবেদন করে। ২৪ জুলাই কেন্দ্রীয় ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং প্রক্রিয়া শেষে রোববার তার নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ওমর ফারুক খান ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংকিং খাতে তার রয়েছে ৩৭ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা। ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, প্রধান কার্যালয়, বিভিন্ন ডিভিশন, জোন অফিস ও শাখায় তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে নিজের কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta