গণবার্তা রিপোর্টার : দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল ভূমিকম্পকেন্দ্র থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার (৮ হাজার মাইল) দূরে। তবে সুনামি ঢেউ এতদূরেও পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ভূমিকম্পকেন্দ্রের কাছাকাছি, পূর্ব চীনের কিছু এলাকাতেও সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জেরে পেরু, ইকুয়েডর ও চীনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এপির খবরে বলা হয়েছে, ইকুয়েডরের উপকূল থেকে কিছুটা দূরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সতর্কতামূলকভাবে কিছু এলাকা খালি করা হচ্ছে।
দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল ভূমিকম্পকেন্দ্র থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার (৮ হাজার মাইল) দূরে। তবে সুনামি ঢেউ এতদূরেও পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ভূমিকম্পকেন্দ্রের কাছাকাছি, পূর্ব চীনের কিছু এলাকাতেও সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
এদিকে, ভূমিকম্পের পর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শত শত কিলোমিটার জুড়ে এখনো সুনামি সতর্কতা কার্যকর রয়েছে। উত্তরের হোক্কাইডো থেকে শুরু করে দক্ষিণের ওয়াকায়ামা প্রদেশ পর্যন্ত উপকূলীয় অঞ্চলজুড়ে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা আগেই সতর্ক করেছিল, সুনামি ঢেউয়ের উচ্চতা ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত হতে পারে।
ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সব কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পর এই বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিপর্যয় ঘটেছিল, যা এখনো ইতিহাসের অন্যতম বড় পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টাস্কফোর্স কাজ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের উদ্দেশে সতর্কতা মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta