আজ, Sunday


২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে পাথরঘাটা পৌরসভা ঘেরাও 

রবিবার, ২৭ জুলাই ২০২৫
নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে পাথরঘাটা পৌরসভা ঘেরাও 
সংবাদটি শেয়ার করুন....
মাহমুদুল হাসান কবির . পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধ:
বরগুনার পাথরঘাটা পৌরসভার নাগরিক সেবার চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে  গতকাল রবিবার সকাল ১০টায় পৌর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা। রাস্তার বেহাল দশা, সুপেয় পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়া ও নিয়মিত পরিষেবার অভাবে ক্ষুব্ধ হয়ে তারা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেয়া অবসরপ্রাপ্ত সার্জন মোহাম্মদ নাসির উদ্দিন, জাকির হোসেন, দুলাল ঘরামি, আলমগীর হোসেন, আব্দুল কাদের সহ এলাকাবাসী দাবি করেন, ওয়ার্ডটির প্রধান সড়কটি সহ বিভিন্ন গলির রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা এখন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা কর্দমাক্ত হয়ে যায়, যার ফলে শিশু ও বয়স্করা রাস্তায় চলতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। পানির সংকট এতটাই প্রকট যে, অনেক বাসাবাড়িতে মাসের অধিকাংশ সময় পানি সরবরাহ থাকে না। বাধ্য হয়ে মানুষ দূরদূরান্ত থেকে পানি বহন করছে। এতে দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অন্যদিকে ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় এবং নোংরা পানি বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়ে। ফলে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি। মশার উপদ্রব ও দুর্গন্ধে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। এছাড়া এলাকায় নেই পর্যাপ্ত স্ট্রিটলাইট, খেলার মাঠ বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থান। ফলে স্বাস্থ্য ও নিরাপত্তা দুটোই হুমকির মুখে।
বিক্ষোভকারীরা বলেন, তারা বহুবার ৫ আগস্টের আগে পৌরসভার মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাননি। অভিযোগ শুনে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণভাবে পৌরসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।
এদিকে পাথরঘাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার জানান, তিন নম্বর ওয়ার্ডের একাংশ উঁচু হওয়ার সবসময় পানি সরবরাহ করা সম্ভব হয়না। এছাড়াও বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুব দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন তিনি। তবে এলাকাবাসী বলছে, তারা বহুবার এমন আশ্বাস শুনেছেন, কিন্তু বাস্তবে কোনো কাজের অগ্রগতি দেখতে পাননি।
বিক্ষোভ শেষে ওয়ার্ডবাসীরা তাদের দাবি-দাওয়ার একটি লিখিত তালিকা পৌর প্রসাশনের কাছে জমা দেন। তারা আগামী এক মাসের মধ্যে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলে আ আবারো কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন বলেও জানান।
Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com