আজ, Friday


১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রাশিয়ার পক্ষে কাজ করা মার্কিন নাগরিককে রুশ নাগরিকত্ব দিলেন পুতিন

বুধবার, ১৬ জুলাই ২০২৫
রাশিয়ার পক্ষে কাজ করা মার্কিন নাগরিককে রুশ নাগরিকত্ব দিলেন পুতিন
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : প্রথমে লভিভে অবস্থান করলেও পরে তিনি চলে যান দোনেৎস্ক অঞ্চলের এক ফ্রন্টলাইনের গ্রামে। সেখানে কৃষিকাজের আড়ালে তিনি রুশ বাহিনীকে ইউক্রেনীয় সেনাদের অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করতেন। রাশিয়ার পক্ষে ইউক্রেনের অভ্যন্তর থেকে গোপনে কাজ করা মার্কিন নাগরিক ড্যানিয়েল মার্টিনডেলকে পুরস্কারস্বরূপ রাশিয়ার নাগরিকত্ব প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তাকে রাশিয়ান পাসপোর্ট নিতে দেখা যায়। খবর রয়টার্স। মার্টিনডেল একজন খ্রিস্টান মিশনারি ও প্রাক্তন ইংরেজি শিক্ষক। ২০১৮ সালে রাশিয়ার ভ্লাদিভোস্তকে ভাষা শিক্ষা ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রাশিয়ার প্রতি আকৃষ্ট হন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালায়, তখন তিনি পোল্যান্ড থেকে সাইকেলে চড়ে ইউক্রেনে প্রবেশ করেন। প্রথমে লভিভে অবস্থান করলেও পরে তিনি চলে যান দোনেৎস্ক অঞ্চলের এক ফ্রন্টলাইনের গ্রামে। সেখানে কৃষিকাজের আড়ালে তিনি রুশ বাহিনীকে ইউক্রেনীয় সেনাদের অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করতেন। এই তথ্যের কিছু অংশ কুরাখোভে দখলের পরিকল্পনায় সহায়ক ছিল বলে জানান দোনেৎস্ক অঞ্চলের মস্কো-সমর্থিত নেতা ডেনিস পুশিলিন। দুই বছর গোপনে তথ্য সরবরাহ করার পর রুশ বাহিনী তাকে ইউক্রেন থেকে সরিয়ে নিয়ে আসে। এরপর মস্কোতে এক সংবাদ সম্মেলনে মার্টিনডেল বলেন, ‘গত দুই বছর আমি রাশিয়ার সৈন্যদের জীবন রক্ষার জন্য কাজ করেছি এবং এটাই আমার ভবিষ্যত কর্মধারা। পুশিলিন বলেন, ‘তিনি আমাদের মধ্যে একজন হয়ে গেছেন। এই পাসপোর্ট তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com