আজ, রবিবার


১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: শাহবাজ শরিফ

রবিবার, ১৩ জুলাই ২০২৫
কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: শাহবাজ শরিফ
সংবাদটি শেয়ার করুন....

জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেই সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ১৩ জুলাই ‘কাশ্মীর শহীদ দিবস’ উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, এই দিনটি প্রতি বছর স্মরণ করা হয় সেই ২২ জন কাশ্মীরিকে, যারা ১৯৩১ সালের ১৩ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হন।

আরও বলেন, এই দিনটি কাশ্মীরি মুসলমানদের অটল মনোবল, দমনমূলক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং তাদের দৃঢ় সংকল্পের প্রতীক। স্বাধীনতা, মানবাধিকার এবং কাশ্মীরি জাতির অধিকারের সংগ্রাম কাশ্মীরের ইতিহাসজুড়েই বিদ্যমান।শাবাজ বলেন, কাশ্মীরি জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের বৈধ সংগ্রামে আজও জীবন উৎসর্গ করে চলেছে।তিনি বলেন, পাকিস্তান সরকার জম্মু ও কাশ্মীরের মুসলিম জনগণের সঙ্গে সংহতি জানিয়ে তাদের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন পুনর্ব্যক্ত করছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে এবং আমরা এই দখলের বিরুদ্ধে শহীদ হওয়া সকল কাশ্মীরি বীরদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। শাহবাজ বলেন, আজ পাকিস্তান সরকার জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যা সমাধান এবং জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি তার প্রতিশ্রুতি পুনরায় ঘোষণা করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com