স্টাফ রিপোর্টার : ইউক্রেনে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর ইউক্রেনে মস্কোর হামলার পর, বৃহস্পতিবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপির। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এতটাই শক্তিশালী হতে হবে যে তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করতে পারবে। তিনি বলেন, রাশিয়া প্রায় ১৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪০০টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না। এই হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো, যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাশিয়া একতরফা সবকিছু প্রত্যাখ্যান করে চলেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বলেন, তিনি (পুতিন) সবসময়ই আমাদের জন্য দারুণ, কিন্তু এখন এটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না। ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন ও যেসব শব্দ ব্যবহার করেন, তা বেশ কর্কশ।
Posted ৯:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta