আজ, বৃহস্পতিবার


৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পাকিস্তানে বোমা বিস্ফোরণে সহকারী কমিশনারসহ নিহত ৫

বুধবার, ০২ জুলাই ২০২৫
পাকিস্তানে বোমা বিস্ফোরণে সহকারী কমিশনারসহ নিহত ৫
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। বাজৌরের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানান, বুধবার (২ জুলাই) খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই রোডে একটি সরকারি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে লক্ষ্যবস্তু সরকারি গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে খার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন, নাওগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম, পুলিশ কনস্টেবল রসিদ। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ এই ঘটনায় মালাকান্দ অঞ্চলের পুলিশ কর্মকর্তার কাছ থেকে তদন্ত প্রতিবেদন চেয়েছেন এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টকে একটি বিশেষ দল বাজৌরে পাঠানোর নির্দেশও দেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহকারী কমিশনারের গাড়িকে লক্ষ্য করে টিটিপি এই হামলা চালিয়েছে।পুলিশ প্রধান বলেন, এই হামলায় জড়িতদের চিহ্নিত করতে বিশেষ দল গঠন করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের কাজ চলছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে রয়েছে। এর আগে, গত মঙ্গলবার বেলুচিস্তানে একাধিক সরকারি অফিসে সন্ত্রাসী হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে এবং অন্তত সাতজন আহত হন। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা ছিল ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে অন্তত দুজন নিহত হয়েছেন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির সময় দুই সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে। তিনি জানান, সন্ত্রাসীরা তহশিল অফিস, অন্যান্য সরকারি কার্যালয় এবং একটি ব্যাংকে হামলা চালায়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১০ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com