ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে শিশুসহ সহ দুজন নিহত ও আহত ১০ জন

মোস্তাফিজার রহমান, দিনাজপুর
জুলাই ১৮, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বালুবাহী ট্রাক ড্রাইভার আকরাম হোসেন (৩৪)বছর এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১১) সে বাসে যাত্রী ছিলো।স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মা এন্টারপ্রাইজ নামে একটি ঢাকার বাস দিনাজপুরে দিকে আসছিল। অপরদিকে একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে চড়ারহাট নামক এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও এক শিশু নিহত। এসময় ১০জন বাস যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি রাস্তা থেকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে। ট্রাকচালক আকরামের মরদেহ থানায় ও শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।