বন্ধ ঘোষনা করা হলো আলোচিত শিশু কবিরাজের ঝাড়ফুঁকের চিকিৎসা ব্যবস্থা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
সংবাদটি শেয়ার করুন....
শেরপুর প্রতিনিধিঃ
গত বেশ কিছু দিন ধরে আলোচিত চার বছরের অবুঝ শিশুর লাবিব,তার দেওয়া ঝাড়ফুঁকের পানিও তেলপড়া দিয়ে সুস্থ হচ্ছে মানুষ! এমন অন্ধবিশ্বাসে প্রতিদিন শিশুর বাড়িতে ভিড় করছেন হাজারও মানুষ। অদ্ভুত এই ঘটনা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে। শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া বাজারের দর্জি ও কাপড় ব্যবসায়ী আব্দুল ওয়াহাব এর চার বছরের ছেলে শিশু লাবীবের ঝাড়ফুঁক দেয়া তেল ব্যবহার বা পানি পান করলে জটিল ও কঠিন রোগের মুক্তি মিলে এমন দাবি লাবিবের স্বজনদের। স্বজনদের দাবি, বেশ কিছুদিন যাবৎ লাবিবের মায়ের পায়ে ব্যথা হয়ে আসছিল। প্রায় দুই মাস আগে লাবিব তার মাকে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি গাছের পাতা ছিড়ে এনে দিয়ে ব্যথা জায়গায় সেই পাতা মালিশ করতে বলে। প্রথমে তার মা বিশ্বাস না করলে, পরবর্তীতে ছেলের জেদে ওই পাতা পায়ে মালিশ করার কিছুক্ষণ পর দীর্ঘদিনের পায়ের ব্যথা ভালো হয়ে যায়। এভাবে প্রতিবেশীদের অনেকের রোগমুক্তি হলে বিষয়টি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর ধীরে ধীরে গ্রামের গণ্ডি পেড়িয়ে উপজেলা, পরে জেলা; এমনকি এখন জেলার গণ্ডি পেরিয়ে অন্যান্য জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে ভিড় করছেন দীর্ঘদিনের রোগমুক্তির প্রত্যাশায়। লাবিবের পরিবারের সূত্রে জানায়, প্রতিদিন ভোর থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে দুই ঘণ্টা ২ ধাপে প্রায় সাতশ থেকে আটশত পানি ও তেলের বোতলে ঝাড়ফুঁক দিতে, যা শিশু লাবিবের দেওয়া কষ্টকর। লাবিবের বাবা বলেন,আমরা কোন টাকা পয়সা নেইনি, উল্টো আরও হয়রানি শিকার হচ্ছি। তাই লাবিবের ভবিষ্যতের কথা চিন্তা করে বন্ধ করে দিচ্ছি সকল কার্যক্রম।