মধ্য ইসরায়েলের রুট ৬ এর পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের ফলে আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ২১টি অগ্নিনির্বাপক দল এবং দুটি বিমান কাজ করছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দ্যা টাইমস অব ইসরায়েলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল রেল অবকাঠামোর কাছাকাছি হওয়ায় ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দমকল কর্মীরা সাধারণ মানুষকে গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন। আগুনের তীব্রতার কারণে নেশারিম ও সোরেক জংশনের মাঝের উভয় দিকেই রুট ৬ বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসরায়েল পুলিশ আশঙ্কা করছে যে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে, ফলে আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, বেত শেমেশের কাছে মোশাভ তারুম এলাকার প্রবেশপথও বনের আগুনের মুখে পড়েছে। সেখানে সাতটি অগ্নিনির্বাপণ দল এবং চারটি অগ্নিনির্বাপক বিমানসহ আরও ১৪ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ৯ জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক নাগরিক।
৪৪ নম্বর রুটের আশেপাশে আগুনের কারণে উভয় দিকেই রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং চালকদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরাইলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta