আজ, Wednesday


২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজার পরিস্থিতির দিকে যাচ্ছে লেবানন, ২ মাসে দুই শতাধিক শিশু নিহত

বুধবার, ২০ নভেম্বর ২০২৪
গাজার পরিস্থিতির দিকে যাচ্ছে লেবানন, ২ মাসে দুই শতাধিক শিশু নিহত
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত দুই মাসে লেবাননে ২০০’র বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। (১৯ নভেম্বর) সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্যে জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, লেবাননের পুরো অঞ্চল জুড়ে ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। এতে গত দুই মাসে ২০০ এর বেশি শিশু নিহত হয়েছে। এখানকার পরিস্থিতি এখন ভয়াবহ।

ইউনিসেফ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, লেবাননে প্রতিদিন গড়ে তিন শিশু নিহত হয়েছে। এখানকার অবস্থা ধীরে ধীরে গাজার দিকে যাচ্ছে। এখনই যুদ্ধ বন্ধ না হলে পরিস্থিতি ভয়াবহতে রূপ নেবে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এন্ডার জানিয়েছেন, ‘দুই মাসেরও কম সময়ে লেবাননে ২শ’র ও বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরাইলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতোগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম, তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।’

মুখপাত্র অবশ্য এই হত্যাকাণ্ডের জন্য কে বা কারা দায়ি সে ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছেন, ‘যারা গণমাধ্যমে খোঁজ খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়’।

জেমস আরো দাবি করেছেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি।

এদিকে, যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্বিক সহায়তাসহ চিকিৎসা সেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানিয়েছেন ঐ মুখপাত্র।

জেমস অভিযোগ করেছেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে, ঠিক লেবাননের ক্ষেত্রেও তাই হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com