

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। এতে টাঙ্গাইলমুখী সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় বাসের ভেতরে থাকা ১৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় মহাসড়কের টাঙ্গাইলমুখী লাইনে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

Posted ৭:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta


