আজ, Wednesday


১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদন: এ হামলার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। পাকিস্তানের ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেইসঙ্গে এ হামলার সঙ্গে ‘ভারতের সক্রিয়ভাবে সমর্থিত’ চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। খবর বিবিসি বাংলা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।এ হামলার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। এতে তিনি আরো বলেন, ভারতকে এ অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে। শাহবাজ শরিফ জানান, তিনি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে। এদিকে এ বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম। তবে পাকিস্তানি কর্তৃপক্ষের করা অভিযোগ সম্পর্কে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com