আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচি। উভয়ে এই কর্মসূচির বাস্তবায়ন ও জনগণের কাছে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে মতবিনিময় করেন।
ফরিদা ইয়াসমিন বলেন, “৩১ দফা কর্মসূচি হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এটি শুধু দলের কর্মসূচি নয়—এটি একটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।”
ব্যারিস্টার মোঃ তারেক বিন আজিজ এই কর্মসূচিকে যুগোপযোগী ও সময়োপযোগী উল্লেখ করে বলেন, “দলের ঐক্য ও জনগণের অংশগ্রহণের মাধ্যমেই এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব।”
সাক্ষাৎ শেষে উভয়ে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ভূমিকা রাখার এবং আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ৭:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta