আজ, Monday


১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নাটোরে প্রাইভেট কার থামিয়ে চালককে গলা কেটে হত্যা

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
নাটোরে প্রাইভেট কার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
সংবাদটি শেয়ার করুন....

কুষ্টিয়া প্রতিনিধি : নাটোরের লালপুরে প্রাইভেট কার থামিয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাই স্কুলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।নিহত চালকের নাম সাইদুর রহমান (৩৫)‌। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রাম গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রাইভেট কারটি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে গাড়ির ভেতরেই চালক সাইদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। আহত অবস্থায় সাইদুর গাড়ির ভেতর থেকে বের হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে সহযাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এসে রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন।খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও, সঙ্গে থাকা কাগজপত্র দেখে পুলিশ তাকে শনাক্ত করে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম কালের কণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, ‘প্রাইভেট কারটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।‌ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া গাড়িতে থাকা এক যাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com