গণবার্তা রিপোর্টার : ধর্মীয় পোশাক পরে অভিনয় চালিয়ে যাওয়ায় অহনাকে প্রায়ই নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই জানতে চান—‘ধর্মীয় চেতনা থাকলে অভিনয় করছেন কেন?’
ছোট পর্দার পরিচিত মুখ অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নাটকে অভিনয়ের মাধ্যমে পেয়েছেন জনপ্রিয়তা। ধর্মীয় অনুভূতি জাগ্রত হওয়ার পর সম্প্রতি ওমরাহ পালন করে এসে বোরকা ও হিজাব পরা শুরু করেছেন তিনি। একসময় অভিনয় ছেড়ে দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
ধর্মীয় পোশাক পরে অভিনয় চালিয়ে যাওয়ায় অহনাকে প্রায়ই নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই জানতে চান—‘ধর্মীয় চেতনা থাকলে অভিনয় করছেন কেন?’
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাব দেন অহনা। তিনি বলেন, ‘ইনকাম সোর্সের এই মুহূর্তে অন্য কোনো পথ থাকলে আমি সেখানেই যেতাম। কিন্তু নাই। এ জন্য আমাকে কাজ করতে হচ্ছে। কারণ বসে থাকলে রাজার সম্পত্তিও ফুরিয়ে যায়। সমালোচকদের উদ্দেশে কিছুটা ব্যঙ্গ করে অহনা আরও বলেন, ‘আপনাদের যদি মনে হয়, সিমপ্যাথির জন্য মাথায় কাপড় দিচ্ছি, এসব বলছি… এতে আপনাদের যদি দয়া হয়, খুব কষ্ট লাগে, তাহলে আমার মাসিক খরচটা আপনারা এসে দিয়ে যাইয়েন। এখানে টিভি চ্যানেলের বিকাশ নাম্বার আছে, সেখানে এসে দিয়ে যাইয়েন।
Posted ৬:০১ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta