আজ, Sunday


২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়ন চাই

রবিবার, ২৭ জুলাই ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন চাই
সংবাদটি শেয়ার করুন....

শেরপুর জেলা প্রতিনিধি :

 

৫ আগস্টের মধ্যে যে কোন মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এসময় জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থানের কথাও জানান তিনি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার বিকেলে শেরপুর জেলা শহরের থানা মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। অন্তবর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছরে ও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়ে গেছে। প্রশাসনে ও ঘাপটি মেরে বসে রয়েছে। সীমান্ত দিয়ে পুশইন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, আমরা এই পুশইন এর বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বেলেছি, সীমান্তে কোন হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোন পুশইন আমরা মেনে নেব না। আমরা এও বলেছি, পুশইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশইন করুন, শেখ হাসিনাকে পুশইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব। এ সময় তিনি সীমান্তে বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com