স্টাফ রিপোর্টার: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। বিশ্বাস করে দীর্ঘদিন তার ব্যক্তিগত ও প্রযোজনা সংক্রান্ত আর্থিক দায়িত্ব তুলে দিয়েছিলেন সহকারী বেদিকা শেঠির হাতে। কিন্তু সেই বিশ্বাসেরই অপব্যবহার করেন বেদিকা। দু’বছর ধরে ধাপে ধাপে আলিয়ার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রায় ৭৭ লক্ষ রুপি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেন বেদিকা। প্রথমে বিষয়টি নজরে আনেন আলিয়ার মা সোনি রাজদান। তিনিই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় বেদিকাকে। তাকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে এনে মঙ্গলবার মুম্বাইয়ের আদালতে পেশ করা হয়। পুলিশ জানায়, বেদিকা নিয়মিত জাল বিল তৈরি করতেন এবং ভ্রমণসহ নানা ভুয়া খাতে খরচ দেখিয়ে আলিয়ার স্বাক্ষর নিতেন। এই পদ্ধতিতে তিনি দু’বছরের ব্যবধানে মোট ৭৬ লক্ষ ৯০ হাজার রুপি হাতিয়ে নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। এই ঘটনার বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি আলিয়া ভাট। তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘আলফা’-র শুটিংয়ে। ছবিতে তাকে দেখা যাবে একজন গোপন এজেন্টের চরিত্রে। এই অ্যাকশনধর্মী ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। বিশেষ অতিথি চরিত্রে থাকছেন হৃতিক রোশনও।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta