আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

‘লিচুর বাগানে’ নেচে-গেয়ে হেটার্সদের মুখ বন্ধ করলেন সাবিলা

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
‘লিচুর বাগানে’ নেচে-গেয়ে হেটার্সদের মুখ বন্ধ করলেন সাবিলা
সংবাদটি শেয়ার করুন....

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘তাণ্ডব’-এ ছোটপর্দার সেনসেশন সাবিলা নূর চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া আসছিলো সোশ্যাল মিডিয়ায়।

সাবিলা ভক্তরা তো মহাখুশি ছিলো। কিন্তু অনেক দর্শক আবার সমালোচনাও করেছেন। তাদের মন্তব্য ছিলো, সাবিলা নাটকের মেয়ে, তাকে সিনেমার নায়িকা নায়িকা লাগে না, তার গ্ল্যামার কম, শাকিব খানের সঙ্গে মানাবে না ইত্যাদি।

এসব মন্তব্য করা একেবারেই ভিত্তিহীনও নয়। কারণ অতীতে ছোটপর্দার অনেক জনপ্রিয় নায়িকা বড়পর্দায় গিয়ে ঠিক মানিয়ে নিতে পারেননি। তাছাড়া সাবিলা এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করে ইমেজ তৈরি করেছেন তার সঙ্গে শাকিব খানের মতো কমার্শিয়াল হিরোর নায়িকার ইমেজ মানায় না। সাবিলাকে এতোকাল একেবারেই বডি রিভিলিং পোশাক পরতে দেখা যায় নি। তিনি অভিনয় করেন খুবই ন্যাচারাল, যেটা কমার্শিয়াল সিনেমা থেকে আলাদা। সব মিলিয়েই দর্শক সাবিলাকে নিয়ে এসব মন্তব্য করেছিলেন।

কিন্তু প্রথমেই সাবিলা তাদের মনে ধাক্কা দেন যখন ‘তাণ্ডব’-এর শুটিংয়ের কিছু ভিডিও ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘তাণ্ডব’-এ সাবিলার লুক দেখে অনেকেই অবাক হয়ে যান। তার গ্ল্যামার নিয়ে যে সন্দেহ ছিলো সেটাও অনেকের মন থেকে উবে যায়।

তবে এবার সাবিলা যেন সমালোচকদের বোল্ড আউট করে দিলেন। গতকাল রাতেই প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’-এর নাচের গান ‘লিচুর বাগানে’। তাতে শাকিব-সাবিলার রসায়ন দেখে অনেকের চক্ষুই চড়কগাছ!

কল্পনার উর্দ্ধে পারফরমেন্স করেছেন সাবিলা। যেমন নাচ, তেমন নায়কের সঙ্গে রোমান্টিক রসায়ন, প্রীতম হাসান-জেফার রহমানের ফোঁক ফিউশন ধুন। সবমিলিয়ে দারুণ উপভোগ্য একটি গান হয়েছে। এরইমধ্যে গানটি ভিউয়ের দিক দিয়েও নতুন রেকর্ড গড়েছে। চরকির ইউটিউবে গানটি ১৮ ঘণ্টায় ২৭ লক্ষ ভিউ ছাড়িয়েছে। কলকাতার এসভিএফের চ্যানেলে এই সময়ে ভিউ দাঁড়িয়েছে ৫ লক্ষের বেশি। আর দীপ্ত টিভির চ্যানেলে ভিউ হয়েছে ২ লক্ষের বেশি। টিম শাকিবিয়ান নামের একটি ফেসবুকে পেজে গানটি দেখেেেছন ১.৬ মিলিয়ন মানুষ।

শুধু ভিউ নয়, গানটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ দর্শক তো বটেই, শোবিজের জনপ্রিয় তারকারা গানটি শেয়ার করে সাবিলার প্রশংসায় পঞ্চমুখ। তারা সাবিলাকে বড়পর্দায় সাদরে গ্রহণ করছেন। গানটি নিয়ে বিভিন্ন কটটেন্টে সয়লাব ইউটিউব ও সোশ্যাল মিডিয়া। সেখানে বেশিরভাগ মন্তব্য, সাবিলা নাচে গানে যেমন জমিয়ে দিয়েছেন ‘লিচুর বাগান’!

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com