আজ, Monday


১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হজের সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ বলার কারণ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
হজের সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ বলার কারণ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:   ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ এই বাক্যকে তালবিয়া বলা হয়। তালবিয়া পাঠের মধ্য দিয়েই হজ ও উমরায় প্রবেশের ঘোষণা দেওয়া হয়। তাই একে হজ-উমরার শ্লোগান হিসেবে অভিহিত করা হয়। তালবিয়া পাঠ আল্লাহতায়ালার তাওহিদ বা একত্ববাদ চর্চার দৃশ্যমান ইবাদত ও আমল।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তালবিয়াতে স্বর উঁচু করার জন্য হজরত জিবরাইল (আ.) আমাকে নির্দেশ দিয়েছেন। কারণ এটি হজের বিশেষ শ্লোগান।’ -ইবনে খুযাইমাহ: ২৬৩০

ইবনে আবি হাতেম হজরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন যে, ‘যখন হজরত ইবরাহিম আলাইহিস সালামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার আদেশ দেওয়া হয়, তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন, এখানে তো জনমানবহীন প্রান্তর; ঘোষণা শোনার মত কেউ নেই- যেখানে জনবসতি আছে। সেখানে আমার আওয়াজ কিভাবে পৌছবে? জবাবে আল্লাহতায়ালা বললেন, আপনার দায়িত্ব শুধু ঘোষণা করা। বিশ্বে পৌছানোর দায়িত্ব আমার। হজরত ইবরাহিম আলাইহিস সালাম মাকামে ইবরাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলে আল্লাহতায়ালা তা উচ্চ করে দেন।

কোনো কোনো বর্ণনায় আছে, তিনি আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে দুই কানে আঙ্গুলি রেখে ডানে-বামে এবং পূর্বপশ্চিমে মুখ করে বললেন- লোক সকল! তোমাদের পালনকর্তা গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের ওপর এই গৃহের হজ ফরজ করেছেন। তোমরা সবাই পালনকর্তার আদেশ পালন করো।

এই বর্ণনায় আরও বলা হয়েছে যে, হজরত ইবরাহিম আলাইহিস সালামের এই আওয়াজ আল্লাহতায়ালা বিশ্বের কোণে কোণে পৌছে দেন এবং শুধু তখনকার জীবিত মানুষ পর্যন্তই নয়; বরং ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আগমনকারী ছিল, তাদের প্রত্যেকের কান পর্যন্ত এ আওয়াজ পৌছে দেওয়া হয়।

যার যার ভাগ্যে আল্লাহতায়ালা হজ লিখে দিয়েছেন, তাদের প্রত্যেকেই এই আওয়াজের জবাবে (لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ) এ বলেছে। অর্থাৎ হাজির হওয়ার কথা স্বীকার করেছে।

হজরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, ইবরাহিমি আওয়াজের জবাবই হচ্ছে হজে ‘লাব্বাইকা’ বলার আসল ভিত্তি। -তাবারি: ১৪/১৪৪

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com