নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় লাউতলা বস্তিতে গ্রেনেড রয়েছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে বিভিন্ন প্রকারের সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল। অভিযান সূত্রে জানা যায়, অভিযানে মোহাম্মদপুরের লাউতলা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ৭টি (হ্যান্ড গ্রেনেড, সাউন্ড গ্রেনেড ও স্মোক গ্রেনেড) গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেন্ডের মধ্যে রয়েছে ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সাউন্ড গ্রেনেড ও ৩টি স্মোক গ্রেনেড।
থানা থেকে লুট হওয়া ৭ গ্রেনেড উদ্ধার করলো যৌথবাহিনী আরও জানা যায়, অভিযানকালে কাউকে আটক করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সিজার লিস্ট প্রস্তুতের পর গ্রেনেডগুলো থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ ফিট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ১:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta