আজ, মঙ্গলবার


৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বই সঙ্গে থাকলে ইতিহাস ও সংগ্রামকে ধারণ করা যায়: শিল্প উপদেষ্টা

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
বই সঙ্গে থাকলে ইতিহাস ও সংগ্রামকে ধারণ করা যায়: শিল্প উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, আমাদের ইতিহাস তৈরি করার ঐতিহ্য আছে। একইসঙ্গে তা হারিয়ে ফেলাও দেখা গেছে।

অনেকবার আমরা সংগ্রাম করেছি, তরুণ যুবকেরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। কিন্তু, বিজয় ধরে রাখা হয়ত যায়নি সবসময়। সে কারণেই পড়াশুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইকে সাথী বানিয়ে ফেলতে হবে।(১৮ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার গোল চত্বর মাঠে আয়োজিত ৯ দিনব্যাপী বইমেলার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, বই সাথী হিসেবে থাকলে আমরা আমাদের কাজকে বুঝতে পারি, ইতিহাস ও সংগ্রামকে ধারণ করতে পারি। এর মধ্য দিয়ে কক্সবাজারের শহীদদের মর্যাদা ও আহতদের পাশে থাকতে পারি। সর্বোপরি মানুষের পাশে থাকতে পারি।

এর আগে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিল্প উপদেষ্টা। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্টলে ২৪ এর আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

এর আগে গত ১০ জানুয়ারি ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ৯ দিনব্যাপী জেলা বইমেলা শুরু হয়।

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার ৭৮ স্টল অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com