শেখঃআব্দুল আজিজ, মারজান বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় অবস্থিত আকিজ ভেবারেজ কোম্পানিতে গ্যাস লাইন বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন নিহত হয়। গুরুত্বর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে সব কয়টা গেইটে সাংবাদিকদের ভিতরে প্রবেশপথ সম্পুর্ন বন্দ ছিলো। আমরা বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন।তিনি জানান, সকালে কোম্পানির ভিতর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের সংযোগ লাইনে ত্রুটিপূর্ণ স্থানে মেরামত করতে যান ঢাকার গাজিপুর থেকে আগত কয়েকজন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান। এ সময় হঠাৎ গ্যাস লিক হয়ে বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে চাদপুর জেলার মিজান গাজী (৩৫), একই এলাকার মাহফুজ (৩০) নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যায়। এদের মধ্যে ভোলা জেলার রিয়াজ উদ্দিন (২৮) এর নাম জানা গেলেও অপরজনের নাম পরিচয় জানা যায়নি।ঘটনার তথ্য সংগ্রহকালে দেখা গেছে, গ্যাস লাইন বিস্ফোরণে চালার টিন চুর্ণবিচুর্ণ হয়ে অন্তত ১ শ মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ঘটনাস্থলে কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী ছাড়া কোন দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যায়নি। কোম্পানির এডমিন হাবিবুর রহমানের মুঠো ফোনে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
Posted ১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta