মুলাদী প্রতিনিধি: মুলাদীতে চরকালেখান ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠি হয়। এতে চরকালেখান ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন দিদার তালুকদার, নাসির উদ্দীন সরদার, চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম জামাল তালুুকদার, চরকালেখান ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রব আকন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান, আক্তার উদ্দীন, প্রশান্ত কুমার হালদার, কায়সার উদ্দীন, মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান জানান, ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিযোগিতায় মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া বঙ্গমাতা গোল্ডকাপ প্রতিযোগিতায় ৩৫নং চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
Developed by: Engineer BD Network