মুলাদী প্রতিনিধিঃ
বরিশালের মুলাদী উপজেলার পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজে গতকাল ২৬ নভেম্বর সকাল ১১টায় বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) ২০২৪-২৫ এর আওয়তায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুনের
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। কলেজের অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা তথ্য অফিসার লেলিন বালা, উপজেলা বিএনপির আহবায়ক ও পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজের সভাপতি অধ্যাপক শরিয়ত উল্লাহ, বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল সিকদার, মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
রোকনুজ্জামান রোকন, কলেজের সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক এস এম আঃ রহিম, সমাজ সেবক ডাঃ রাকিবুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফিরোজ, কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মিম আক্তার, মেহেরিণ মারজিয়া, মলি আক্তার, একাদশ শ্রেণীর ছাত্রী সুমি আক্তার ও একাদশ শ্রেণীর ছাত্র হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্যব্যক্তিসহ কলেজের শতাধিক ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন বলেন, তোমরা যে
সমস্যার কথাগুলো বলছো তা তারাতারি সমাধান করার চেষ্টা করবো। তোমাদের কেউ ইভটিজিং করার চেষ্টা করলে সাথে সাথে তার প্রতিবাদ করবে এবং আমাকে জানাবে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। সকল ধরনের নেশা থেকে দুরে থেকে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। প্রতিবন্ধী শিশুদের প্রতি ভালো আচারণ করবে, গৃহ কর্মীদের নির্যাতন করা যাবে না, শিশুদের শারীরিক প্রহার বন্ধ করা ও শিশু শ্রম বন্ধ করার জন্য সবাইকে বলবে। এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta