মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ : নবীগঞ্জে রাজনৈতিক একটি মামলার এজাহার নামীয় এক পলাতক আসামী ছাত্রলীগ নেতা মাহি চৌধুরীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। জানাযায়, গতকাল শনিবার (০২ নভেম্বর) রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের মাহমুদ চৌধুরীর পুত্র মাহি চৌধুরী (নাছিম), কে গ্রেফতার করা হয়। মাহি চৌধুরী আউশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ দুলাল মিঞ্জারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগ নেতা মাহি কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামী মাহি কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta