আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুলাদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সোমবার, ২৬ আগস্ট ২০২৪
মুলাদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার বেলা ২টার দিকে উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক অনুষ্ঠানে তিন উপজেলায় ৮জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ২লাখ করে ১৬ লাখ টাকা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা জামায়াতের আমির আমির মাওলানা মোঃ আবু ছালেহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর জব্বার, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা শামীম সাইদী, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. আবিদুর রহমান হুমায়ুন, সদস্য সচিব মো. কাজী কামাল, জামায়াতের নেতা বিশিষ্ট ব্যাংকার মো. সালাউদ্দিন কাওসার।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মালেক ও জামায়াত নেতা আব্দুল মোতালেব এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কাজিরহাট থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন, হিজলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. নুরুল আমিন, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল মোতালেব, বরিশাল জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুল কাদির, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ছাজেন মাহমুদ প্লাবন নিহত জিহাদের বাবা মোশাররফ হোসেন পাইক, রিয়াজ মাহমুদের বড়ভাই মো. রেজাউল করিম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com