আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে গণহারে শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন

শনিবার, ০৩ আগস্ট ২০২৪
দেশে গণহারে শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন
সংবাদটি শেয়ার করুন....

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ :

দেশে গনহারে শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার আব্দুল মতিন স্কয়ার গোল চ্ত্বর নামক স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (০২আগস্ট ) বিকেল সাড়ে ৩টায় আন্দোলনকারীরা নবীগঞ্জ জে,কে,সরকারি  উচ্চ  বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি  জে,কে,সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ভিতর বাজার থেকে ওসমানীরোড হয়ে গোল চ্ত্বর এসে অবস্থান নেয়।  পরে শিক্ষার্থীরা আব্দুল মতিন স্কয়ারের গোল চ্ত্বর দাড়িয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন স্থান থেকে যোগ দেন শিক্ষার্থী, ও সাধারণ যুবকরা । পরে মিছিলটি আব্দুল মতিন স্কয়ার গোল চ্ত্বর এসে সমাপ্ত হয় । শিক্ষার্থীরা জানায়, সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা,গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবিতে আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা । পরে শিক্ষার্থীরা চলে গেলে সাড়ে ৪টায় দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে নবীগঞ্জ আব্দুল মতিন স্কয়ার গোলচত্বর মোড়, আউশকান্দি ও হবিগঞ্জ আঞ্চলিক সড়কের উভয় পাশে পুলিশ অবস্থান করে চার পাশ ঘিরে রাখে। নবীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে আউশকান্দি ও হবিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশি তৎপরতার ছাত্ররা রাস্তার পাশে আব্দুল মতিন স্কয়ার ঘোল চ্বতরের পাশে শান্তিপূর্ণভাবে সভা করে । তবে কোন অপ্রিতকর ঘটনা ঘটেনি। আইনশৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলীসহ থানার সকল অফিসার গনসহ বিপুল পরিমান পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com