মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ :
ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ট্রাকের ধাক্কায় আজিজুর মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। আজিজুর মিয়ার মৃত্যুতে তিনির পরিবারে নেমে এসেছে সুখের ছায়া। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময়। আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মৃত ইয়াউর মিয়ার পুত্র আজিজুর মিয়া (৪৮), আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ট এর নাইট গার্ড ডিউটি শেষে পায়ে হেটে বাড়িতে যাওয়ার সময় আউশকান্দি পয়েন্টস্থ নবীগঞ্জ রোডে সিএনজি ইঞ্জিনিয়ার দিপুর ওয়াকসপের সামনে আসা মাত্রই অসাবধানতা অবস্থায় ট্রাক ধাক্কা মেরে চলে যায়। পরে এলাকার স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন। এই দূর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । পরে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে যান। এব্যাপারে মটু ফোনে যোগাযোগ করিলে এসআই সুমন মিয়া এই প্রতিবেদককে জানান, আমি সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। এটা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ক্রমে বিনা ময়না তদন্তে দেওয়া হয়েছে । তিনি আরো বলেন, নিহতের পরিবারের লোকজন জানায়, আমরা কোন ধরনের মামলা মোকদ্দমা করবো না। তাই আমরা হবিগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করা হয়েছে। আবেদন অনুমোদন প্রাপ্ত হইলে আমরা লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করব।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta