শেখঃআব্দুল আজিজ(মারজান)বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ছোট ভাইয়ের হাতে লোহার সাবুলের আঘাতে বড় বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা বাগানের দক্ষিণ টিলা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ভদ্র মুন্ডা তার ছেলে রাজেন মুন্ডা ও মেয়ে নীরা মুন্ডাসহ পরিবারের লোকজন রাতের খাবার একসাথে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ভদ্র মুন্ডাসহ পরিবারের লোকজন দেখতে পান নীরা মুন্ডা ২৬ রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে পড়ে আছে। এসময় নীরা মুন্ডার বাবা ভদ্র মুন্ডাসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাৎক্ষণিক নীরা মুন্ডাকে উদ্ধার করে স্থানীয় রামপুর চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার নীরা মুন্ডাকে মৃত ঘোষণা করেন। প্রথমে এ ঘটনার বিষয়টি নীরব রাখা হয়। পরবর্তীতে অন্য চা শ্রমিকদের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমানসহ অন্য অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহত নীরা মুন্ডা ২৬ এর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta