আজ, মঙ্গলবার


১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

রবিবার, ০২ জুন ২০২৪
বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত
সংবাদটি শেয়ার করুন....
এস এম টিপু সুলতান (হবিগঞ্জ) :
হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। তীর বৃদ্ধ অবস্থায় ইমান আলী (৫৫) ও মানিক মিয়া (৪২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার (২ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চকমন্ডলকাপন গ্রামে ঘটনাটি ঘটে ।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের চক মন্ডলকাপন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইমান আলী ও  মুক্তার আলীর মধ্যে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার বিকেলে ইমান আলী ও মুক্তার আলীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সশস্ত্র ও তীর ধনুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এসময় আবিদা খাতুন (৬০) ইমান আলী (৫৫) ও মানিক মিয়া (৪২) সহ ৫ জন আহত হয়। প্রতিবেশী লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় আবিদা খাতুন, ইমান আলী ও মানিক মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ইমান আলী ও মানিক মিয়ার শরীরে তীর বৃদ্ধ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ জসিম উদ্দিন জানান, তাদের মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো, রবিবার বিকেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ৪/৫ আহত হয়।
Facebook Comments Box
advertisement

Posted ১:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com