মোঃ রায়হান মাহামুদঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাকের পার্টি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের পক্ষ থেকে দলের মহাসচিব শামীম হায়দার নেতৃত্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা শরীফ পাঠ করে মুনাজাত করেন জাকের পার্টির নেতা কর্মীরা। জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে শামিম হায়দার বলেন , কাজী নজরুল ইসলাম বাঙালির চিরায়ত মনন ও চেতনার কবি। বাংলা সাহিত্যে কাজী নজরুল প্রেম-দ্রোহ ও সাম্যের কবি হিসেবে পরিচিত। তার কালজয়ী লেখনিতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মন্ত্র শাণিত ছিল। কুসংষ্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গেয়েছেন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রিষ্টাব্দে ২৫ মে) অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
Posted ১২:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ মে ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta