মোঃ রায়হান মাহামুদ :
প্রথম ধাপে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার পরে জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম এই ঘোষণা দেন।
পলাশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। কাপ-পিরিচ প্রতীক নিয়ে সৈয়দ জাবেদ হোসেন ৩১ হাজার ৩’শ ৪৩ ভোট পান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীক নিয়ে ঘোড়াশাল পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক ৩০ হাজার ৯ ‘শ ৬৮ ভোট পেয়েছেন।
এই উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮১১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮২ হাজার ৫০৯ জন, নারী ভোটারের সংখ্যা ৮০ হাজার ৩০১ জন ও হিজড়া ভোটার ১ জন।