মোঃ রায়হান মাহামুদ,
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৯০ টি কেন্দ্রর প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৩ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান (দোয়াত কলম) প্রতীকে ৩৩ হাজার ৩’শ ৫৬ ভোট পেয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক (টিয়া পাখি)প্রতীক নিয়ে ৩১ হাজার ৫’শ ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রার্থী আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা রিপন(তালা) প্রতীক নিয়ে ২৭ হাজার ৪’শ ৪৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুয়েনা আহমেদ (হাঁস) প্রতীকে ৪৮ হাজার ১’শ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে শর্মীলি দাস মিলি ৩০ হাজার ৫’শ২০ ভোট পেয়েছেন।
কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৭ হাজার ২০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৪৩৩ জন ও হিজড়া ভোটার ২ জন।