নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ৩ জনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গয়াহরি গ্রামে মাছ ধরা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে বুধবার(২০মার্চ)সকালে তিনজন কে ১৫১ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো : নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গয়াহরি গ্রামের দূর্গাচরন দেবের পুত্র সাবেক কাউন্সিল প্রানেশ দেব(৫০), ৫নং ওয়ার্ডের পিরিজপুর গ্রামের কবির মিয়ার পুত্র সরিফ উদ্দিন(৫০),হরিপুর গ্রামের চান মিয়ার পুত্র চেরাগ আলী(৪৫) কে ১৫১ ধারা মোতাবেক আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনজনকে আটক করা হয়েছে।তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।