মোঃ রায়হান মাহামুদ :গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শিশু সমাবেশ ও আনন্দ র্যালী করা হয় পরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta