স্টাফ রিপোর্টার : স্টেম সেল থেকে তৈরি এসব ক্ষুদ্র অঙ্গকে বলা হয় অর্গানয়েড। এতদিন এ ধরনের গবেষণায় প্রধান বাধা ছিল রক্তনালীর অনুপস্থিতি। এবার বিশেষ জ্যামিতিক কৌশল ও সুনির্দিষ্ট পুষ্টি সরবরাহের মাধ্যমে গবেষকরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছেন।ল্যাবে তৈরি ক্ষুদ্র হৃদপিণ্ড ও লিভারের ভেতরে রক্তনালী তৈরি করতে সফল হয়েছেন মার্কিন গবেষকরা। নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের মতো কৃত্রিমভাবে কোনো অঙ্গে রক্তনালী গঠন সম্ভব হয়েছে। খবর এনডিটিভি। স্টেম সেল থেকে তৈরি এসব ক্ষুদ্র অঙ্গকে বলা হয় অর্গানয়েড। এতদিন এ ধরনের গবেষণায় প্রধান বাধা ছিল রক্তনালীর অনুপস্থিতি। এবার বিশেষ জ্যামিতিক কৌশল ও সুনির্দিষ্ট পুষ্টি সরবরাহের মাধ্যমে গবেষকরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছেন।নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুয়াক্সিয়াও অ্যাডাম ইয়াংয়ের নেতৃত্বে গবেষকেরা স্টেম সেল থেকে এমন ক্ষুদ্র হৃদপিণ্ড ও লিভার তৈরি করেছেন, যেখানে অঙ্গগুলো নিজেরাই রক্তনালী গঠন করতে সক্ষম।গবেষণায় দেখা গেছে, তৈরি হৃদপিণ্ডগুলো নবম দিনে স্পন্দিত হতে শুরু করে ও দুই সপ্তাহে শাখাযুক্ত রক্তনালী তৈরি করে। এতে তিন স্তর ও কিছু স্নায়ুকোষও দেখা গেছে, যা মানুষের গর্ভাবস্থার সাড়ে ছয় সপ্তাহের সময়কার হৃদপিণ্ডের মতো। একইভাবে তৈরি ক্ষুদ্র লিভারেও ফাঁপা রক্তনালীর উপস্থিতি মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পদ্ধতি মানবদেহের বিকাশ, রোগের অগ্রগতি ও ওষুধের প্রভাব আরো ভালোভাবে বোঝার সুযোগ দেবে। তবে গবেষকেরা জানিয়েছেন, জটিল রক্তনালী গঠন ও ধমনী-শিরার কাঠামো অনুকরণে আরো কাজ বাকি। অধ্যাপক ইয়াংয়ের দল অর্গানয়েডে ন্যানোম্যাটেরিয়াল যুক্ত করার পরিকল্পনাও করছে, যা জিন থেরাপি ও ওষুধ পরীক্ষায় ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta