আজ, Monday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইয়াশ-নীহার নতুন নাটক ‘উইশ কার্ড’

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
ইয়াশ-নীহার নতুন নাটক ‘উইশ কার্ড’
সংবাদটি শেয়ার করুন....

নতুন গল্প আর অভিনব উপস্থাপনায় একের পর এক চমকপ্রদ নাটক নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামা। সে ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প—নাটকের নাম ‘উইশ কার্ড’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।গল্পে দেখা যাবে হৃদির (নীহা) বাবা একজন বন কর্মকর্তা। বদলি হয়ে নতুন এক এলাকায় এসে উঠেছেন তারা। নতুন কলেজে ভর্তি হয় হৃদি, আর সেখানেই তার দেখা হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি স্বভাবের।এ বৈপরীত্য থেকেই ধীরে ধীরে সাদ হৃদির প্রেমে পড়ে যায়। কিন্তু প্রেমের ইঙ্গিত পেলেও হৃদি সাড়া দেয় না। বরং সে সাদকে চ্যালেঞ্জ করে বসে তাকে পেতে হলে পূরণ করতে হবে অনেকগুলো ‘উইশ’। সাদ চ্যালেঞ্জ গ্রহণ করে। কিন্তু কী কী সেই উইশ? তা জানা যাবে নাটকটি মুক্তি পাওয়ার পর।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আর নীহা তো খুবই লক্ষ্মী মেয়ে। সেও খুব মনোযোগী শিল্পী। সত্যি বলতে, ইয়াশ-নীহাকে নিয়ে কাজ করে খুব ভালো লেগেছে আমার।অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘নাটকটি হবে দারুণ এনার্জেটিক। সৌখিন ভাই প্রতিটি সিন এত নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন যে দর্শক অবশ্যই মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস। অন্যদিকে অভিনেত্রী নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার সঙ্গে এটি আমার চতুর্থ নাটক। আশা করছি, এবারো দর্শক পছন্দ করবেন। কারণ নাটকটিতে ভালো লাগার মতো অনেক উপাদান আছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com