আজ, Friday


১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ট্রাম্পের শুল্ক সময়সীমা প্রায় শেষ, কোন দেশের কী অবস্থা

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ট্রাম্পের শুল্ক সময়সীমা প্রায় শেষ, কোন দেশের কী অবস্থা
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার : এপ্রিল মাসে ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি দুই শতাধিক চুক্তি করেছেন। কিন্তু বাস্তবে ১২০ দিনে মাত্র আটটি চুক্তি হয়েছে, যার মধ্যে একটি পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উচ্চ হারে পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। যা বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ‘লিবারেশন ডে’ হিসেবে ঘোষিত ২ এপ্রিল থেকে সময় বাড়িয়ে ৯ জুলাই এবং সর্বশেষ ১ আগস্ট পর্যন্ত পেছানো হয় চূড়ান্ত সময়সীমা। এর মধ্যে কয়েকটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে।

প্রিল মাসে ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি দুই শতাধিক চুক্তি করছেন। কিন্তু বাস্তবে ১২০ দিনে মাত্র আটটি চুক্তি হয়েছে, যার মধ্যে একটি পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে।

প্রথম বাণিজ্য চুক্তিটি করে যুক্তরাজ্য, মে মাসেই। ১০% শুল্ক, নির্দিষ্ট কিছু পণ্যে কোটা ও ছাড়ের ব্যবস্থা রয়েছে। তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক এবং ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স নিয়ে আলোচনা এখনো চলছে।জুলাইয়ের ২ তারিখে ট্রাম্পের ঘোষণায় ভিয়েতনামের ওপর শুল্ক ৪৬% থেকে কমিয়ে ২০% করা হয়। তবে পলিটিকো জানিয়েছে, ভিয়েতনাম মাত্র ১১% প্রত্যাশা করেছিল। ট্রাম্প একতরফাভাবে ২০% ঘোষণা করেন। ট্রান্সশিপমেন্টের ৪০% শুল্ক কীভাবে কার্যকর হবে তা এখনও পরিষ্কার নয়।ইন্দোনেশিয়ার জন্য ৩২% থেকে ১৯% এ শুল্ক কমানো হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের ৯৯% পণ্যে শুল্ক বিলোপ ও নন-ট্যারিফ বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে জাকার্তা।

২০% থেকে মাত্র ১% কমিয়ে ১৯% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, ফিলিপাইন ‘ওপেন মার্কেট’ নীতিতে যাবে এবং সামরিক সহযোগিতাও করবে, যদিও বিস্তারিত কিছু জানাননি।

২৩ জুলাই চুক্তির আওতায় ২৫% থেকে ১৫% শুল্ক করা হয়েছে জাপানের ওপর। গাড়ি খাতে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, জাপান ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে, যার ৯০% মুনাফা পাবে আমেরিকানরা।

ইইউর সঙ্গে কয়েক দিন আগে চুক্তি হয়, ৩০% শুল্কের হুমকি থেকে কমিয়ে ১৫% করা হয়। ফরাসি প্রধানমন্ত্রী একে ‘আত্মসমর্পণ’ বললেও ইইউ কমিশনার বলেন, ‘চাপে থাকা অবস্থায় সম্ভাব্য সেরা চুক্তি এটি।

দক্ষিণ কোরিয়া ১৫% হারে শুল্ক মেনে নিয়েছে। ট্রাম্প বলেছেন, সিউল ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ দেবে, যা তিনি নিজেই নির্বাচন করবেন। যদিও প্রেসিডেন্ট লি জে মিউং বলেছেন, এটি কোরিয়ান কোম্পানির যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়ক হবে।

চীনের সঙ্গে এখনো চুক্তি হয়নি, আছে কেবল মে মাস থেকে ১২ আগস্ট পর্যন্ত একটি সাময়িক বিরতি। এখন চীনের ওপর ৩০% ও যুক্তরাষ্ট্রের ওপর ১০% শুল্ক বলবৎ। সর্বশেষ স্টকহোম বৈঠকে কোনো নতুন চুক্তি হয়নি।

বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ করা হচ্ছে। রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য একটি অতিরিক্ত ‘পেনাল্টি’ও থাকবে। আগে এই হার ছিল ২৬%। ট্রাম্প বলেন, ‘ভারতের শুল্ক হার বিশ্বের সর্বোচ্চের মধ্যে একটি।’

সম্প্রতি মাসগুলোতে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে ঘন ঘন পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়।

আগামী ১ আগস্ট থেকে কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৩৫% শুল্ক কার্যকর হচ্ছে, যা খাতভিত্তিক শুল্কের বাইরে একটি আলাদা হার। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি কানাডা পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক হার আরও বাড়ানো হবে। ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রে কানাডা থেকে ওষুধ প্রবাহের বিষয়টি উল্লেখ করে এটিকে শুল্ক আরোপের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সম্প্রতি জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনা এখন “চূড়ান্ত ও চাপের মুখে থাকা” পর্যায়ে রয়েছে। তিনি রয়টার্সকে বলেন, এই আলোচনার ফলাফলে কোনো চুক্তি হলেও তাতে শুল্ক অন্তর্ভুক্ত থাকাটা অবশ্যম্ভাবী বলেই মনে করছেন।

মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ হচ্ছে। মাদক ও অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট। প্রতিশোধ নিলে আরো বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। আলোচনা হলেও তেমন কোনো অগ্রগতি নেই।অস্ট্রেলিয়ার শুল্ক হার এখন ১০%। তবে ট্রাম্পের বেসলাইন যদি ১৫%-২০% করা হয়, তাহলে ক্যানবেরার ওপরও চাপ আসতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতির কারণে এখনো কোনো বাড়তি শুল্ক হয়নি। তবে যুক্তরাষ্ট্রে গরুর রফতানিতে শর্ত শিথিল করেছে অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com