আজ, Sunday


২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নীল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে মানুষের চন্দ্রজয়

রবিবার, ২০ জুলাই ২০২৫
নীল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে মানুষের চন্দ্রজয়
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : আজ ২০ জুলাই। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনটি। যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে নানা আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়সহ বিভিন্ন ঘটনা দিয়ে আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যুর তালিকা তুলে ধরা হলো—

উল্লেখযোগ্য ঘটনা: ১৩০৪ – ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড প্রথম স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের শেষ বিদ্রোহী ঘাটি স্টারলিং দুর্গ দখল করেন।
১৭১২ – ব্রিটেনে ‘রায়ট অ্যাক্ট’ কার্যকর হয়।
১৭৯৩ – স্কটিশ অভিযাত্রী আলেকজান্ডার ম্যাকেনজি মেক্সিকোর উত্তরে আমেরিকা মহাদেশের পূর্ব-পশ্চিম দিকের প্রথম ইউরোপীয় অভিযাত্রা সম্পন্ন করেন।
১৮১০ – কলম্বিয়ার বোগোটা শহরের জনগণ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৩৭ – লন্ডনে ইউস্টন রেলস্টেশন উদ্বোধন হয়।
১৮৭১ – ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব নতুন ফুটবল প্রতিযোগিতা ‘এফএ কাপ’ চালুর প্রস্তাব দেন। একই দিনে ব্রিটিশ কলম্বিয়া কানাডার কনফেডারেশনে যুক্ত হয়।
১৮৮১ – মার্কিন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন বিখ্যাত সিউ চিফ সিটিং বুল।
১৯৪০ – যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিলবোর্ড ম্যাগাজিনে রেকর্ড চার্ট প্রকাশিত হয়। এতে প্রথম শীর্ষস্থান পায় ফ্র্যাঙ্ক সিনাত্রা ও টমি ডরসি অর্কেস্ট্রার ‘আই উইল নেভার স্মাইল এগেইন’।
১৯৪৪ – জার্মানিতে রাসটেনবার্গে হিটলারকে হত্যাচেষ্টার অংশ হিসেবে বোমা বিস্ফোরণ ঘটে, তবে তিনি প্রাণে বেঁচে যান।
১৯৪৯ – ইসরায়েলের ১৯ মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
১৯৫১ – জর্ডানের রাজা আবদুল্লাহ প্রথম জেরুজালেমে নামাজের সময় এক ফিলিস্তিনি আততায়ীর হাতে নিহত হন।
১৯৬৯ – নীল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে অ্যাপোলো ১১-এর চন্দ্রযান। এই দিনটিকে বিশ্ব ইতিহাসে চাঁদে মানুষের প্রথম পদার্পণ হিসেবে ধরা হয়।
১৯৭৪ – উত্তর সাইপ্রাসে হাজার হাজার তুর্কি সেনা অভিযান চালায়।
১৯৭৬ – যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ‘ভাইকিং-১’ নভোযান সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণ করে।
১৯৮২ – লন্ডনের হাইড পার্ক ও রিজেন্ট পার্কে দুটি আলাদা বিস্ফোরণে ব্রিটিশ সেনাবাহিনীর ৮ জন সদস্য নিহত হন।
১৯৯২ – স্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করলে চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রপতি ভ্যাকলাভ হ্যাভেল পদত্যাগ করেন।
২০০১ – লন্ডন স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে যাত্রা শুরু হয়।

জন্ম

১৯১৯ – এডমন্ড হিলারি, নিউজিল্যান্ডের পর্বতারোহী ও প্রথম এভারেস্ট জয়ী।
১৯৩৩ – কোরম্যাক ম্যাকার্থি, মার্কিন কথাসাহিত্যিক।
১৯৩৮ – নাটালি উড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৪৭ – কার্লোস সান্তানা, খ্যাতনামা মার্কিন সঙ্গীতশিল্পী।
১৯৮০ – গিসেলে বুন্ডশেন, ব্রাজিলিয়ান মডেল।

মৃত্যু

১৩৯৮ – রজার মর্টিমার, ইংল্যান্ডের সিংহাসনের উত্তরাধিকারী।
১৯৩৭ – গুলিয়েলমো মার্কোনি, ইতালীয় বিজ্ঞানী ও বেতার যোগাযোগের পথপ্রদর্শক।
১৯৭৩ – ব্রুস লি, মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও মার্শাল আর্ট তারকা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪১ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com