আজ, Tuesday


২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প

রবিবার, ১১ মে ২০২৫
কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

কাশ্মীর সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গর্বও প্রকাশ করেন তিনি।

শনিবার (১০ মে) গভীর রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে।” তিনি জানান, যুদ্ধবিরতিতে পৌঁছাতে ওয়াশিংটনের অবদান ছিল উল্লেখযোগ্য।

ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের নেতৃত্ব প্রমাণ করেছে, তারা এখন আগ্রাসন বন্ধ করার গুরুত্ব অনুধাবন করেছে। “দুই দেশের নেতারা শক্তিশালী ও দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন,”—বলেন ট্রাম্প।

পোস্টে তিনি আরও জানান, যদিও আলোচনায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওঠেনি, তবু তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা করছেন। পাশাপাশি কাশ্মীর ইস্যুতে দুই পক্ষের সঙ্গে কাজ করে “হাজার বছরের” অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে একইদিন রাতে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি “পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। তিনি লেখেন, “সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!”

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com