২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয়। ঠিক বুঝতে পারছিলাম না এ জায়গায় কি বন্যা হবে। অন্যান্য বছর যে বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা।
প্রধান উপদেষ্টা বলেন, আকষ্মিক বন্যার ফলে মানুষ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি এমন হবে এটার কোনো ধারণাই ছিল না। বন্যার ফলে সেখানকার জনগণকে ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয়।
প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জানান।
Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta