আজ, Thursday


৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি ডলার

রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি ডলার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি বা ২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ ৩২ হাজার কোটি টাকারও বেশি। ছাত্র-জনতার গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহে যে উল্লম্ফন শুরু হয়েছিল, সেটি সেপ্টেম্বরেও অব্যাহত ছিল। গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি বা ২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ ৩২ হাজার কোটি টাকারও বেশি। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা ১ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১৬ শতাংশ।

গত অর্থবছরে প্রবাসীরা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। অর্থবছরটিতে দেশে আসা রেমিট্যান্সের পরিমান দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল। সে হিসাবে গত অর্থবছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ছিল ২৬ দশমিক ৮৩ শতাংশ।

গত অর্থবছরের চেয়েও রেমিট্যান্সে ১৬ শতাংশ প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য অনেক বড় শুভ সংবাদ বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বণিক বার্তাকে তিনি বলেন, ‘গত অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছিল। সে হিসাবে এবছর আশঙ্কা ছিল রেমিট্যান্স কিছুটা কমে যাওয়ার। কিন্তু আমরা দেখছি, প্রবাসীরা বৈধ পথে আরো বেশি পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্সে আরো বড় রেকর্ড হবে। প্রবাসীদের রেমিট্যান্সে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ডলারের সংকট পুরোপুরি কেটে গিয়ে উদ্বৃত্ত থাকছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com