গনবার্তা রিপোর্ট : শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। তবে ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্ত ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।আজ শুক্রবার (৮ আগস্ট) বিকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ২৪ এর গণআন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মানের প্রক্রিয়া শুরু হয়েছিল এক বছর পর এসে বলতে পারি, সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি, যা চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অত্যন্ত ভালো উদ্যোগ।
এ সময় তার সঙ্গে ছিলেন চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি করপোরেশন ও সিডিএর কর্মকর্তারা। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। আজ এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta