গণবার্তা রিপোর্টার : তরুণদের ব্যাংকিং খাতে আগ্রহী করে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক। ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে অংশ নেন ২৫০ জনের বেশি শিক্ষার্থী।
এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করে প্রাইম ব্যাংক পিএলসি ও সাস্ট ক্যারিয়ার ক্লাব। এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংকিং খাত সম্পর্কে সচেতন করা, আর্থিক অন্তর্ভুক্তির ধারণা দেয়া ও ভবিষ্যতে এই খাতে চাকরি কিংবা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনার বিষয়ে দিকনির্দেশনা দেয়া। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ও ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসা ব্যাংকিং বিভাগের প্রধান এম. নাজিম এ. চৌধুরী। তিনি বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা, ভাষাজ্ঞান, যোগাযোগ ও উপস্থাপনার ওপর জোর দিতে হবে। সঠিক দিকনির্দেশনা ও জনসমক্ষে আত্মপ্রকাশের অভ্যাস ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া বক্তব্য দেন প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও দায়বদ্ধতা বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং আর্থিক অন্তর্ভুক্তি ও স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান। তারা বলেন, তরুণদের আর্থিক সাক্ষরতার দিকে মনোযোগী করে তোলা দরকার, যাতে তারা শুধু চাকরিপ্রত্যাশী নয়, উদ্যোক্তাও হতে পারে। প্রাইম ব্যাংক এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য ‘প্রাইম ইউথ অ্যাকাউন্ট’ নামে একটি নতুন শিক্ষার্থীবান্ধব ব্যাংকিং সেবারও পরিচিতি দেয়া হয়। এতে শিক্ষার্থীরা সহজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আধুনিক ব্যাংকিং সুবিধা হাতে-কলমে ব্যবহার করার সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিনারে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. সাজেদুল করিম ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। তাদের উপস্থিতি শিক্ষাব্যবস্থা ও শিল্পক্ষেত্রের মধ্যে সংযোগের গুরুত্ব তুলে ধরে।
সমাপনী বক্তব্যে প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান মো. হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুব সমাজকে আর্থিক শিক্ষা ও সক্ষমতার মাধ্যমে উন্নয়নের ধারায় যুক্ত করতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এমন নানা উদ্যোগ যৌথভাবে বাস্তবায়নের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
Posted ৬:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta