আজ, Thursday


৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজার পথে ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ ‘হান্দালা’

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
গাজার পথে ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ ‘হান্দালা’
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙতেই এ যাত্রা করছে বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা। মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে তারা। গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’। রোববার ইতালির সিরাকুসা থেকে জাহাজটি রওনা করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য ত্রাণ ও মানবিক সহায়তা রয়েছে এতে। খবর আনাদুলু এজেন্সি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলেছে, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের নৌযান ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল। সেসময় ১২ জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল। তবু আমরা বৈশ্বিক সংহতিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙতেই এ যাত্রা করছে বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা। মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে তারা। হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকারকর্মী আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ১৮। এর আগে গত ৬ জুন যুক্তরাজ্যের পতাকাবাহী নৌযান ‘ম্যাডলিন’ ইতালির সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশে যাত্রা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজা উপত্যকায় পৌঁছানো। তবে ৯ জুন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে ম্যাডলিন জাহাজটি জব্দ করে এবং এর ১২ আরোহীকে আটক করে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com